ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নেপাল বিজয় দিবসের অনুষ্ঠানে নাচের দল সৃষ্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
নেপাল বিজয় দিবসের অনুষ্ঠানে নাচের দল সৃষ্টি সৃষ্টি কালচারাল সেন্টারের সদস্যরা

বাংলাদেশের ৪৭তম বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে নেপাল গিয়েছে সৃষ্টি কালচারাল সেন্টার। কাঠমুণ্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে নাচের দলটি।

সৃষ্টি কালচারাল সেন্টারের পরিচালক নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে ৮ সদস্যের দলটি শুক্রবার (১৫ ডিসেম্বর) কাঠমুণ্ডুতে গিয়ে পৌঁছেছে। অন্য সদস্যরা হলেন সাবরিনা শফি নিসা, তুলি, প্রিয়াঙ্কা, সাবা, রুহুল বাবু, দুর্জয় ও রাফিদ।

আগামী ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় নেপাল আর্মি অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। নেপালের রাষ্ট্রীয় কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন এখানে। এছাড়া নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস-সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন এ অায়োজনে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।