ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বই মেলায় গোলাম রাব্বানীর ‘মহিমান্বিত আনারস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
বই মেলায় গোলাম রাব্বানীর ‘মহিমান্বিত আনারস’ গোলাম রাব্বানী

শুরু হলো মাসব্যাপী অমর একুশে বইমেলা। এবারের অমর একুশে গ্রন্থমেলায় থাকছে লেখক, সাংবাদিক ও গীতিকার গোলাম রাব্বানীর প্রথম গল্পের বই ‘মহিমান্বিত আনারস’। বইটি প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী। দেওয়ান আতিকের প্রচ্ছদ করা বইটি মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে বলে প্রকাশক নিশ্চিত করেছেন।

দশটি ভিন্ন স্বাদের ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে এই গল্পগ্রন্থটি। বইটি মেলায় চৈতন্যের ৬০৪, ৬০৫ স্টল এবং লিটল ম্যাগ চত্ত্বরে পাওয়া যাবে।

বইটি প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, গল্পগুলো লেখা দশ বারো বছর আগে। গত পাঁচ বছর ধরে বইটি প্রকাশের প্রস্তুতি নিই আমি। কিন্তু আমার খুতখুতে স্বভাবের কারণে বইটি প্রকাশ করি করি করেও করা হচ্ছিলো না।

কয়েকবার ছাপাখানা থেকেও বইটি ফেরত এনেছি। সাত থেকে আটটি প্রচ্ছদ করিয়েছি। কিন্তু কোন কিছুই মন মতো হচ্ছিলো না। অবশেষে বইটি বাজারে আসছে এটিই বড় কথা। গল্পগুলো খুব আলাদা তা বলবো না। তবে আমার গল্পের চরিত্ররা সমাজের দেখা মানুষ থেকে আলাদা। প্রথমে চরিত্রগুলোকে কাল্পনিক মনে হতে পারে। কিন্তু চোখ বন্ধ করলে নিজের ভেতর নিজের আশপাশেই সেই চরিত্রগুলোকে অন্ধকারে হেঁটে যেতে দেখা যাবে। নতুন গল্প বয়ানে গল্পগুলো সহজভাবে বলে যাওয়ার চেষ্টা ছিলো। সবাইকে আনারস খাওয়ার দাওয়াত রইলো। ’

এর আগে গোলাম রাব্বানীর ‘হুদাই-১’, ‘হুদাই-২’ ও ‘দীর্ঘশ্বাসে দাঁড়ি’ নামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়।

নিয়মিত টিভি নাটক লিখে থাকেন তিনি। তার লেখা জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে, ‘চিরকুমার সংঘ’, ‘সাদা গোলাপ’, ‘প্রাইভেট রিকশা’, ‘রান্না-কান্না’, ‘মুদ্রার এপিট ওপিট’, ‘ভালোবাসার অনুষঙ্গ’, ‘আলোচনার বিষয় যখন সবুজ ওড়না’, ‘সাইকেল বালিকা’, ‘তোতামিয়া ছাত্রাবাস’, ‘হয়তো ভালোবাসা নয়তো প্রেম’, ‘বাখরখানি টু বার্গার’, ‘মুক্তাহীন ঝিনুক’, ‘ঝগড়াপুর’, ‘তবুও জীবন’ অন্যতম।

তার লেখা, ‘লোকালবাস’, ‘স্বপ্ন উড়াইলা’, ‘চাঁদ ঘুমায়’, ‘ঐ রূপ তো দেখি নাই’, ‘তুমি বুঝলানা’, ‘সারি সারি জানালা’ গানগুলোও শ্রোতারা পছন্দ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
আরসি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।