ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

বিনোদন

নায়িকা থেকে কবি পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
নায়িকা থেকে কবি পরীমনি পরীমনি

অভিনয়ের বাইরেও আলোচিত নায়িকা পরীমনির বেশকিছু গুণ রয়েছে। এরমধ্যে একটি লেখালেখি। প্রায় সময় তিনি নিজের মনের অনুভূতিগুলো কবিতায় লাইনে বন্দি করে থাকেন। সেই কবিতাগুলো কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। তিনি ভক্তদের প্রশংসাও পান।

সোমবার (২৬ মার্চ) ‘মায়া’ শিরোনাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা প্রকাশ করেছেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়িকা।

এদিন পরী বাংলানিউজকে বলেন, ‘ভোর রাতে মনের মধ্যে খুচখুচ একটি ব্যাপার কাজ করে।

কিভাবে যেনো দু’চার লাইন নিজ থেকেই মাথায় চলে আসে। তাই লিখে ফেলি’।

পরীর লেখা কবিতাটি ছিলো এমন,

মায়া

তুই বড্ড নরম দারুণ খরা

অতল গভীর ভীষণ কড়া।

হামেশাই তুই ভারী জেদি

কখনো স্বভাব শান্ত নদী

কোমল তুই সরল চোখে

প্রেম ছড়াস কষ্ট দুঃখে

অভিমানী তুই আকাশ সমান

সেই আবার যেই আবেগী পরান

কাঁদিস যখন অবুঝ হয়ে

আধার নামে ধারা ধেয়ে

প্রজাপতি তুই রঙ্গিন পাখা

আদরে মোড়া স্বপ্নে আঁকা

বলিস কথা খেয়াল বাদে

শুনি সে সব তৃপ্ত সাধে

আপন তুই পর ও তেমন

বিপরীতে শব্দে সন্ধি যেমন ...

পরী

২৬/০৩/২০১৮

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।