ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

বিনোদন

ভাই ভাইয়ে আর বিভাজন থাকবে না: তারানা হালিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
ভাই ভাইয়ে আর বিভাজন থাকবে না: তারানা হালিম তারানা হালিম/ ছবি: বাংলানিউজ

জাতীয় চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে এফডিসিতে বিভাজনের সৃষ্টি হয়েছে। যার কারণে এফডিসি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো আলাদাভাবে দিবসটি উদযাপন করছে।

পৃথক এই অবস্থানের জন্য এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) দায়ী করেছেন প্রখ্যাত অভিনেতা আলমগীর।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেলে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস পালন উপলক্ষে চলচ্চিত্র পরিবারের আয়োজনে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় আলমগীর বলেন, এফডিসির এমডি মহোদয় (আমির হোসেন) যদি চলচ্চিত্রের প্রতি আন্তরিক হতেন তবে আজকে এই বিভাজন সৃষ্টি হতো না।

আলমগীর/ ছবি: বাংলানিউজএসময় মঞ্চে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক ফারুক, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও মিশা সওদাগর।

আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারানা হালিম বলেন, ‘চলচ্চিত্রের সমস্যাগুলো আমি জানি। আমার পক্ষ থেকে সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো। চলচ্চিত্র একটি  শিল্প, একটি পরিবার। এটি স্থির হয়ে যাক সেটি কখনই চাই না। ’

তিনি আরও বলেন ‘আপনাদের কাছে আমার একটি অনুরোধ  ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের এই বিভাজন দূর করাই হবে এখন প্রথম কাজ। আমি আপনাদের সেতু বন্ধন হিসেবে কাজ করবো। প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমি আপনাদের পাশে আছি। আমার বিশ্বাস ভাই ভাইয়ে আর বিভাজন থাকবে না। ’

ছবি: সংগৃহীতমঙ্গলবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অন্যদিকে তথ্যমন্ত্রী দিবসটি উদ্বোধন করে চলে যাওয়ার পর এফডিসিতেই বেলা ১১টায় আলাদা করে দিবসটি উদযাপন শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।

চলচ্চিত্র দিবস উদযাপনের বিভাজনের কারণ হিসেবে জানা গেছে, এবারের আয়োজনে চলচ্চিত্র পরিবার সৈয়দ হাসান ইমামকে সভাপতি করতে চেয়েছিলো। কিন্তু তাতে নাকি আপত্তি জানিয়েছিলো বিএফডিসি কর্তৃপক্ষ। যার ফলে এফডিসির ভেতরে পৃথকভাবে দিবসটি পালন করছে দুই পক্ষ।

এবার প্রথম নয়, এর আগে ২০১৩ সালে একইভাবে আলাদাভাবে চলচ্চিত্র দিবস পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
জেএইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।