ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিনোদন

‘গুম’ থেকে টেলিফিল্ম ‘নিখোঁজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ১, ২০১৮
‘গুম’ থেকে টেলিফিল্ম ‘নিখোঁজ’ নওশীন ও নাঈম

একটি সুখি দম্পতির সুন্দরভাবে চলতে থাকা সংসারে হঠাৎ নেমে আসে কালো মেঘ। হারিয়ে যায় স্বামী। স্বামীকে খুঁজতে পাগলপ্রায় স্ত্রী, দিনের পর দিন এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। থানা পুলিশ,  খবরের কাগজ,  রাজনৈতিক নেতা সবার কাছে ধর্না দেন তিনি। কিন্তু সবখানে গিয়ে উল্টো পরিস্থিতি পড়তে হয় তাকে। তৈরি হয় নানা জটিলতা। ঘটনার এক পর্যায়ে ফিরে আসে সেই নিখোঁজ মানুষটি। জানা যায় নিখোঁজ হওয়ার কারণ।

এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘নিখোঁজ’। ২০১৪ সালে বইমেলায় প্রকাশিত অনুরূপ আইচের লেখা ‘প্রেম নয় ভালোবাসা’ বইয়ের ‘গুম’ গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

টেলিফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক এহসান এলাহি বাপ্পী। এতে অভিনয় করেছেন নওশীন, নাঈম,  নাদের চৌধুরী,  লুৎফর রহমান জর্জ,  সুলতানা রেবুসহ আরও অনেকে।    

আগামী ১১ মে রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় ‘নিখোঁজ’ প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ০১, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।