ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৮
অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই তাজিন আহমেদ

ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা এক সময়কার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নূর হোসেন মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে নাট্যনির্মাতা সালমান মাহমুদ এ তথ্য বাংলনিউজকে জানিয়েছেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন নির্মাতা সকাল আহমেদ ও অভিনয় শিল্পী রওনক হাসান। তারাও বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় অভিনেত্রীকে। পরে বিকেল ৪টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায় হলেও শৈশব-কৈশোর কেটেছে পাবনায়। ১৯৯৬ সালে বিটিভিতে প্রচারিত 'শেষ দেখা শেষ নয়' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন তাজিন আহমেদ।

বাংলাদশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২২, ২০১৮
বিএসকে/এসএইচ

** হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী তাজিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।