ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাদ জোহর তাজিনের জানাজা, বনানী কবরস্থানে দাফন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বাদ জোহর তাজিনের জানাজা, বনানী কবরস্থানে দাফন তাজিন আহমেদ

হঠাৎ করে না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দার অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি মসজিদে তাজিনের গোসল শেষে তার মরদেহ উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে রাখা হয়। সেখান থেকে রাত ১০টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।

জানা গেছে, বুধবার (২৩ মে) বনানী কবরস্থানে বাবার কবরে তাজিন আহমেদকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে শিল্পীসংঘের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মিলন বাংলানিউজকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় উত্তরার আনন্দ বাড়ি শুটিং স্পটে রাখা হয় তাজিন আহমেদের মরদেহ। সেখানে তার সহকর্মী ও শোবিজ অঙ্গনের অনেকেই তাকে শেষ বারের মতো দেখতে আসেন। দুপুর ১২টা পর্যন্ত মরদেহ এখানেই রাখা হবে। এরপর বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজার পর রাজধানীর বনানী কবরস্থানে তার বাবার কবরে তাকে দাফন করা হবে। ’

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জেআইএম/বিএসকে

** সদা হাস্যোজ্জ্বল তাজিন আহমেদ
** বুধবার তাজিনের দাফন
** তাজিনকে দেখতে হাসপাতালে সহকর্মীদের ভিড়
** অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই
** হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী তাজিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।