ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার মাতৃবিয়োগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার মাতৃবিয়োগ মা আফরোজ মুস্তাফার সঙ্গে শিমুল মুস্তাফা

মা হারালেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। তার মা সাংস্কৃতিক কর্মী আফরোজ মুস্তাফা শনিবার (২৭ মে) দিনগত রাত ২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আফরোজ মুস্তাফা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

আফরোজ মুস্তাফার আরেক সন্তান সংগীতশিল্পী মুস্তাফা খালিদ পলাশ।

শিমুল মুস্তাফা ফেসবুক পোস্টের মাধ্যমে তার মায়ের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, রোববার (২৭ মে) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে আফরোজ মুস্তাফার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মে ২৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।