ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবার অস্ট্রেলিয়া মাতাতে যাচ্ছেন ঐশী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
প্রথমবার অস্ট্রেলিয়া মাতাতে যাচ্ছেন ঐশী ফাতেমা-তুয-যাহরা ঐশী

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা-তুয-যাহরা ঐশী। অডিও-প্লেব্যাক এবং স্টেজে সমানতালে দর্শক-শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন তিনি।

সেই ধারাবাহিকতায় আগামী ২২ ডিসেম্বর ‘বিজয় দিবস কনসার্ট’-এ প্রথমবার অস্ট্রেলিয়া মাতাতে যাচ্ছেন এই তরুণী।  

গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’র পৃষ্ঠপোষকতায় দেশটির সিডনি শহরের প্রবাসী দর্শক-শ্রোতাদের মাতাতে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এ প্রসঙ্গে ঐশী বাংলানিউজকে বলেন, এটিই আমার প্রথম অস্ট্রেলিয়া সফর।  লক্ষ্য থাকবে প্রবাসী দর্শক-শ্রোতাদের ভালো একটি পরিবেশন উপহার দেওয়া।

এই অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

এদিকে ঐশী বর্তমানে ঢাকা ও ঢাকা বাইরে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। কণ্ঠ দিয়েছেন বেশ কয়েকটি নতুন গানে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।