ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিকা গিন্নির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কপিল শর্মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
প্রেমিকা গিন্নির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কপিল শর্মা স্ত্রী গিন্নি ছাত্রাতের সঙ্গে কপিল শর্মা

বিয়ে করলেন ভারতের কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা। দীর্ঘদিনের প্রেমিকা গিন্নি ছাত্রাতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

বুধবার (১২ ডিসেম্বর) পাঞ্চাবের জালান্ধারে গ্র্যান্ড ক্যাবানা রিসোর্টে দু’জনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মালাবদল করেছেন এ যুগল।

এর আগে অমৃতসরে সংগীত, মেহেদিসহ বিয়ের অন্যান্য অনুষ্ঠান হয়।

বিয়ের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কপিল। যেখানে দেখা যায়, ৩৬ বছর বয়সী এই তারকা পরেছেন সবুজ শেরওয়ানি। মাথায় পাগড়ি আর হাতে তলোয়ার। আর লাল লেহাঙ্গা পরা গিন্নি সেজেছেন নজরকাড়া সাজে।

কপিলের সহকর্মীদের মধ্যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুমনা চক্রবর্তী, ক্রুষ্ণা অভিষেক, ভারতী সিং, হার্শ লিম্বাছিয়া, রাজিব ঠাকুর।

তারকাদের অনেকেই কপিল-গিন্নি যুগলকে নতুন পথচলায় অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন হিনা খান, গুরু রানধাওয়া, জাসসি গিলরা। গত বছর আরেক কমেডিয়ান সুনীল গ্রোভারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হলেও তার কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন কপিল।

আগামী ১৪ ডিসেম্বর অমৃতসরে এ জুটির বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ওএফবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।