ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তিযুদ্ধের সাহসী গল্পে ‘ক্র্যাক প্লাটুন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
মুক্তিযুদ্ধের সাহসী গল্পে ‘ক্র্যাক প্লাটুন’ ক্র্যাক প্লাটুন নাটকের একাংশ।

মুক্তিযুদ্ধকালীন সময়ে একদল তরুণ যোদ্ধা জীবন-মৃত্যু তুচ্ছ করে গ্রেনেড হামলা চালিয়ে নাড়িয়ে দিয়েছিলেন বিশ্ববিবেক। শুধু দেশপ্রেমের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণ চালিয়েছেন তরুণরা, সফলও হয়েছেন। আর সফল আক্রমণ চালিয়ে পৃথিবীকে জানিয়েছিলেন নিরস্ত্র বাঙালি হার মানতে জানে না।

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এমনি গল্পে সাজানো হয়েছে বিশেষ নাটক ‘ক্র্যাক প্লাটুন’। নাটকটি রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

মাসুম শাহরিয়ারের রচনায় বিশেষ এই নাটকটি পরিচালনা করেছেন আবু হায়ত মাহমুদ। এতে অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, সুমন আনোয়ার, তিনু করিম, সুজাত শিমুল, শাহ আলম দুলাল, মুকুল সিরাজসহ আরও অনেকে।

রূপগঞ্জ এবং পুরান ঢাকার বিভিন্ন চিত্রায়নে গেরিলা যুদ্ধের ‘ক্রাক প্লাটুন’ নাটকটির শুটিং হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ওএফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।