ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আন্তর্জান্তিক ফিল্ম ফেস্টিভালে জনি-জ্যাকির সঙ্গে আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আন্তর্জান্তিক ফিল্ম ফেস্টিভালে জনি-জ্যাকির সঙ্গে আমির

বলিউড অভিনেতা আমির খান। চীনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত প্রতিটি সিনেমা রীতিমত ঝড় তুলেছে চীনের বক্স অফিসে।

এরমধ্যে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ বা ‘দঙ্গল’ সিনেমা উল্লেখযোগ্য। এই সিনেমাগুলোর কল্যাণে চীনে আমির খান বেশ জনপ্রিয়।

 

তাই এবার চীনের হাইনান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে অতিথি হিসেবে ডাক পেয়েছেন আমির। ইতোমধ্যে এই উৎসবের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মুখর হয়ে উঠেছে। যে ছবিতে কিংবদন্তী অভিনেতা জনি ডেপ ও জ্যাকি চ্যানের সঙ্গে দেখা যাচ্ছে আমির খানকেও।  

জানা যায়, জনি ডেপের ইনস্টাগ্রাম থেকেই পোস্ট করা হয়েছে ছবিটি।

গত রোববার (১৬ ডিসেম্বর) ছিলো এই হাইনান ফিল্ম ফেস্টিভালের সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই একত্রে দেখা যায় এই কিংবদন্তীদের।

এছাড়াও একটি ভিডিওতে আমিরকে দেখা যাচ্ছে বক্তব্য রাখতে। মঞ্চে তখন শ্রোতার ভূমিকায় জ্যাকি চ্যান।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘন্টা, ১৮ ডিসেম্বর ২০১৮
ওএফবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।