ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাজ্জাদ-সাফার ‘জাপটে থাকুক প্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
সাজ্জাদ-সাফার ‘জাপটে থাকুক প্রেম’ ইরফান সাজ্জাদ ও সাফা কবির

পরিচয়, ভালোলাগা, প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মাঝে খুব অদ্ভুতরকম হয়। ‘জাপটে থাকুক প্রেম’ নাটকে জুবায়ের ও রাকার জীবনের গল্পটা এমনই।

নাটকটিতে জুবায়ের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও রাকার চরিত্রে অভিনেত্রী সাফা কবিরকে।

সেতু আরিফের রচনায় ‘জাপটে থাকুক প্রেম’ পরিচালনা করেছেন রাইসুল তমাল।

এতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, তিয়া রহমান, ফয়সাল হাসান প্রমুখ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইম’র একক নাটক ‘জাপটে থাকুক প্রেম’।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।