ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রনির ‘স্লোগান তিন: ভণ্ড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
রনির ‘স্লোগান তিন: ভণ্ড’ আসাদুজ্জামান রনি।

দেশের নানা অসঙ্গতি নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি গান প্রকাশ করেছেন কবি আসাদুজ্জামান রনি। গানগুলো তিনি ‘গান নয়, স্লোগান’- এই শিরোনামেই প্রকাশ করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন  ‘স্লোগান তিন: ভণ্ড’।

আমার পতাকা খামছে ধরেছে/হিংস্র হায়েনা/ওরা কামড়ে খাচ্ছে দেশাত্মবোধ/মায়ের ভালো চাই না/নখের আচড়ে ধুমড়ে-মুচড়ে/স্বাধীন বাংলাভূমি/ওরা স্বাধীনতার ভক্ষক না রক্ষক/বলবে তুমি/ওরে ভণ্ড, ওরে হিংস্র/আছিস তোরা বেশ/গণমানুষের রক্ত চুষে- কথার পাশাপাশি গানটির সুরারোপ করেছেন যথারীতি রনি নিজেই।

এ প্রসঙ্গে রনি বাংলানিউজকে বলেন, দেশের নানা অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তথা প্রতিবাদস্বরুপ আমার এই স্লোগান। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি চাই- মানুষ অন্যায়-অবিচারের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়াক।

গত ৯ ডিসেম্বর রনি ‘মা’র নাম বাংলাদেশ’ শিরোনামে তার দ্বিতীয় স্লোগানটি প্রকাশ করেন।  

এর আগে শহীদ মিনারের সুরক্ষা ও শ্রদ্ধাবোধ রক্ষার্থে ‘বিদ্বেষী’ শিরোনামে তার প্রথম স্লোগান প্রকাশ করেন। এর কথা ও সুর করেন রনি নিজেই।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর  ২৪, ২০১৮
ওএফবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।