ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন মাইলি সাইরাস-লিয়াম হেমসওয়ার্থ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
বিয়ে করলেন মাইলি সাইরাস-লিয়াম হেমসওয়ার্থ বিয়ে করলেন মাইলি সাইরাস-লিয়াম হেমসওয়ার্থ-ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশক প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ ও মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস।

রোববার (২৩ ডিসেম্বর) বিয়ে হয় তাদের। বিয়ের চারদিন পর বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদটি  দিয়েছেন মাইলি।

নতুন জীবন নিয়ে দুজনের একসঙ্গে ছবি পোস্ট করে মাইলি টুইটারে লেখেন- ১০ বছর পরে।

এর আগে ২০১২ সালে বাগদান সম্পন্ন হয় এই জুটির। সে বছরই তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালে ফের এক হন এই জুটি। রোববার (২৩ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে আবারও শুরু হলো তাদের পথ চলা।

১০ বছর আগে মাইলি-লিয়াম’র পরিচয় হয় ‘দ্য লাস্ট সং’ ছবির শুটিং সেটে।  

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
ওএফবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।