ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আমাকে যেন ভুলে না যাও...’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
‘আমাকে যেন ভুলে না যাও...’

ঢাকা: তিনি বুঝি আগেই বুঝতে পেরেছিলেন- পৃথিবীর সব মায়া ছেড়ে বিদায় নিতে হবে! সেজন্য সবাইকে বলেছিলেন, ‘আমাকে যেন ভুলে না যাও...’

মৃত্যুর ঠিক দিন বিশেক আগে গত ২ জানুয়ারি সকালে আহমেদ ইমতিয়াজ বুলবুল তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাকে যেন ভুলে না যাও... তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম। ’ 

তার এই ক্যাপশনের শেষেই ছিল প্রিয় দেশের লাল-সবুজ পতাকা, যে দেশের স্বাধীনতার জন্য কৈশোরেই তিনি লড়েছিলেন রণাঙ্গনে।

ছবিতে পরিপাটি সাজে বেশ হাস্যোজ্জ্বলই লাগছিল প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বুলবুলকে। কিন্তু দিন বিশেক পর ২২ জানুয়ারি সকালে সেই হাসিমুখ চিরতরে চুপ হয়ে গেছে। আর সে শোকে ভাসছে ভক্তদের হৃদয়।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।