ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক কাস্টমস দিবসের নাটকে চঞ্চল ও তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
আন্তর্জাতিক কাস্টমস দিবসের নাটকে চঞ্চল ও তিশা চঞ্চল চৌধুরী-তিশা

চঞ্চল চৌধুরী ও তিশা দু’জনই দর্শকনন্দিত অভিনয়শিল্পী। সারা বছরই তারা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক যেকোন দিবস উপলক্ষে তাদের বিকল্প নেই।

তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ‘স্বর্ণমানব-২’ নামের বিশেষ নাটকে অভিনয় করেছেন চঞ্চল ও তিশা। ড. মইনুল খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

 

এয়ারপোর্টে মৃতদেহ নিয়ে এ কী করলেন চঞ্চল চৌধুরী? ক্রসবর্ডার স্মাগলিং কীভাবে স্বর্ণমানবের জীবনকে দ্বন্দ্বের মুখে ঠেলে দিলো? এর সুরাহা কীভাবে হবে? এমন চাঞ্চল্যকর ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ এই নাটকটি।

এতে চঞ্চল চৌধুরী-তিশা ছাড়া আরও অভিনয় করেছেন- আমানুল হক হেলাল, কচি খন্দকার, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, সুজাত শিমুল, খালিদ মাহমুদ, মাসুদ প্রমুখ।  

শনিবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় আন্তর্জাতিক কাস্টমস দিবসে ‘স্বর্ণমানব-২’ প্রচার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।