ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘জিরো’র ব্যর্থতার পর গল্পে জোর দিচ্ছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
‘জিরো’র ব্যর্থতার পর গল্পে জোর দিচ্ছেন শাহরুখ খান শাহরুখ খান

গত বছর বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। অনেকের ধারণা দুর্বল গল্পের কারণে সিনেমাটি থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে।

আর সেজন্যই নাকি স্বাভাবিক সময়ের চেয়ে এখন নতুন সিনেমার গল্পের প্রতি বেশি জোর দিচ্ছেন বলিউড ‘বাদশা’। বর্তমানে দশটি স্ক্রিপ্ট নিয়ে কাটছে তার ব্যস্ততা।

আর এখান থেকে ভালো গল্প নিয়ে শুরু করবেন নতুন মিশন।

সূত্র বলছে, শাহরুখ খান বর্তমানে ১০টি স্ক্রিপ্ট পড়ছেন। এর একটি মাধুর ভান্ডারকারের। এছাড়া ‘আন্ধাধুন’খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবান, অমিত শর্মা, অমর কৌশিক, সঞ্জয়লীলা বানসালির সঙ্গেও শাহরুখের যোগাযোগ হয়েছে।

এদিকে শাহরুখ খান শিগগিরই শুরু করতে যাচ্ছেন ‘ডন’র তৃতীয় কিস্তি ‘ডন: দ্য ফাইনাল চ্যাপ্টার’র শুটিং। আগের দুই পর্বে শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেলেও নতুন পর্বে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশে সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।