ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মমতাজের ‘চলো গান তুলি বৈশাখী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
মমতাজের ‘চলো গান তুলি বৈশাখী’

বৈশাখ উপলক্ষে ‘চলো গান তুলি বৈশাখী’ শিরোনামে গান আসছে দেশের ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত মমতাজের কণ্ঠে। তার সঙ্গে থাকছে ওয়ারফেজের সাবেক ভোকাল প্রধান মিজানের কণ্ঠও।

নতুন বছর এলো, চলো গান তুলি বৈশাখী/তুমি-আমি-আমরা মিলে উৎসব বেশি বেশি- এমন কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ।

এ গান প্রসঙ্গে মমতাজ বাংলানিউজকে বলেন, এটি বাংলালিংকের বৈশাখী আয়োজন।

ফুয়াদ যুক্তরাষ্ট্র থেকে সুর-সংগীত করে পাঠিয়েছেন। আমি রোববার (৭ এপ্রিল) বিকেলে মোহাম্মদপুরে ফুয়াদের ছোটো ভাইয়ের স্টুডিওতে গানটির ভয়েস দিলাম।

তিনি বলেন, কথা-সুর ও সংগীত মিলিয়ে বেশ ভালো হয়েছে গানটি। ব্যক্তিগতভাবে গানটি আমার বেশ ভালো লেগেছে। গানে বেশ বিনোদন রয়েছে। সুর হয়েছে চমৎকার। গানটি দর্শক-শ্রোতাদের বৈশাখী আনন্দে ভিন্ন ভালোলাগা তৈরি করবে।

চলতি মাসের ১০ থেকে ১১ এপ্রিলের মধ্যে গানটির ভিডিও সম্পন্ন হবে বলে মমতাজ আশাবাদ ব্যক্ত করেন।

জানা যায়, বৈশাখ উপলক্ষে গানটি বাংলালিংকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হবে ভিডিও নির্মাণের পর।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
ওএফবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।