জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বাংলানিউজকে তথ্যটি জানান।
বুধবার সকালে সিঙ্গাপুর থেকে উড়োজাহাজ যোগে সুবীর নন্দীর মরদেহ ঢাকায় পৌঁছায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে সুবীর নন্দীর মরদেহ দুপুর পৌনে ১টার দিকে চলচ্চিত্রের প্রাণকেন্দ্রে বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) নেওয়া হয়। সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ফুল দিয়ে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। এরপর রামকৃষ্ণ মিশন হয়ে বিকেলে বরদেশ্বরী কালীমাতা মন্দিরে শেষকৃত্যের জন্য মরদেহ নেওয়া হয়।
মঙ্গলবার (০৭ মে) ভোর ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী।
গত ১৪ এপ্রিল সিলেট থেকে ঢাকা আসার পথে সুবীর নন্দী অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ দিন সিএমএইচে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
জেআইএম