ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অমিতাভের টুইটার অ্যাকাউন্ট হ্যাক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১৯
অমিতাভের টুইটার অ্যাকাউন্ট হ্যাক অমিতাভ বচ্চন

পাকিস্তানপন্থী তুরস্কের একটি মহল হ্যাক করেছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট। মহলটি ‘আইলিজ টিম’ নামে পরিচিত।

টুইটারের ডিসপ্লে পিকচারে ইমরান খানের ছবি আর নিচে লেখা লাভ পাকিস্তান। অথচ অ্যাকাউন্ডে বলিউড শাহেনশার নাম।

সোমবার (১০ জুন) রাতে হঠাৎ বিগ বি’র ভেরিফায়েড অ্যাকাউন্টের এই পরিবর্তন দেখে চমকে উঠেন তার ভক্ত-অনুরাগীরা। বুঝতে দেরি হয়নি, হ্যাক করা হয়েছে তার টুইটার অ্যাকাউন্ট। নিমেষের মধ্যেই বদলে ফেলা হয়েছে ছবিসহ বেশ কিছু তথ্য, করা হয় টুইটও। এই ঘটনায় সোমবার রাতেই বচ্চন পরিবারের তরফে মহারাষ্ট্র সাইবার সেলে প্রোফাইল হ্যাকের বিষয়টি জানানো হয়।  

হ্যাক করা অমিতাভের এই অ্যাকাউন্ট থেকে তিনটি টুইট করা হয়। এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের ছবি ও পাকিস্তানের জাতীয় পতাক। আরেকটি টুইটে লেখা হয়, তুরস্কের ফুটবলারদের ওপর আইসল্যান্ড প্রজাতন্ত্রের অনৈতিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। বিশ্বকে জানানো হচ্ছে, এখানে একটি বড় সাইবার আক্রমণ হতে পারে।  

পোস্টগুলো মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।  

প্রায় ৪ কোটি মানুষ নিয়মিত ফলো করেন অমিতাভের এই টুইটার অ্যাকাউন্টের পোস্ট।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।