ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রশংসা পাচ্ছে ঈদের নাটক ‘লেডি কিলার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১৯
প্রশংসা পাচ্ছে ঈদের নাটক ‘লেডি কিলার’ ‘লেডি কিলার’র শুটিংয়ে তাহসান, তিশা ও বান্নাহ। ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজ

ঈদের অসংখ্য নাটকের ভিড়ে বেশ কয়েকটি নাটক আলোচনায় রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘লেডি কিলার’। এতে অভিনয় করেছেন দর্শক নন্দিত জুটি তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা।

ঈদের পঞ্চম দিন বাংলাভিশনের পর্দায় নাটকটি প্রচারিত হয়। এরপর ‘লেডি কিলার’ প্রকাশ পায় ইউটিউবে।

প্রকাশের একদিনের মাথায় এর ভিউ ছাড়িয়েছে ১০ লাখ। এছাড়া নাটকটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে। পাশাপাশি দর্শকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটির প্রশংসা করছেন।

এ প্রসঙ্গে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বাংলানিউজে বলেন, ‘লেডি কিলার’ নিয়ে প্রথম থেকেই আমি, তাহসান ভাই ও তিশা আপু আশাবাদী ছিলাম। আমরা যেভাবে কাজটার পরিকল্পনা করেছিলাম, শুটিংয়ে এর চেয়ে ভালো আউটপুট পেয়েছি। ’ 

‘তিশা আপু তার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছে। তাহসান ভাইয়ের কথায় এলে বলতে হয়, এক বছর আগে আমি যে তাহসান ভাইকে চিনতাম এখন তিনি অভিনেতা হিসেবে আরও বেশি পরিণত। আমার ‘লেডি কিলার’ ও ‘আঙুলে আঙুল’ নাটকের মাধ্যমে উনাকে ভার্সেটাইল অভিনেতা হিসেবে পেয়েছি’, যোগ করেন তিনি।

‘লেডি কিলার’ ছাড়াও তাহসান-তিশাকে নিয়ে বান্নাহ এই ঈদে ‘আঙুলে আঙুল’ নির্মাণ করেছেন। এই নাটকের গল্পটিও দর্শক পছন্দ করছেন। ‘আমাদের তিন রাত্রি’, ‘বাদলা’, ‘বাদশা দ্য লাকি ম্যান’, ‘ভালোবাসা চিনলাম না’সহ তার নির্মিত মোট ১৬টি নাটক ঈদে প্রকাশ পেয়েছে। এছাড়া মোশাররফ করিম অভিনীত ‘লুজারস’ প্রকাশ পাবে বুধবার (১২ জুন)।

**'লেডি কিলার' নাটক

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।