ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২১০০ কৃষকের ঋণ মওকুফ করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
২১০০ কৃষকের ঋণ মওকুফ করলেন অমিতাভ অভিষেক-অমিতাভ-শ্বেতা

ভারতের বিহারের ঋণগ্রস্ত ২ হাজার ১০০ কৃষকের ঋণ মওকুফ করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

দৃষ্টান্তমূলক এই পদক্ষেপের মাধ্যমে ফের মানবিকতার পরিচয় দিলেন বিগ বি। কৃষকদের দূরবস্থা এবং ঋণ শোধ করতে না পেরে তাদের আত্মহত্যার নির্মম বিষয়গুলো প্রায়ই উঠে আসে খবরের পাতায়।

আর এই বিষয়টি দারুণভাবে নাড়া দিয়েছে বর্ষীয়ান এ অভিনেতাকে।

অমিতাভ বচ্চনতাই বিহারের ২১০০ কৃষকের ঋণ শোধের দায়িত্ব নিলেন ৭৬ বছর বয়সী অমিতাভ। তাদের সম্মিলিত ঋণের সমস্ত টাকাই পরিশোধ করলেন তিনি।

নিজের ব্লগে বিষয়টি নিয়ে বিগ বি লিখেন, প্রতিশ্রুতি দিয়েছিলাম, পালন করেছি। বিহারের ঋণগ্রস্ত কৃষকদের মধ্য থেকে ২ হাজার ১০০ কৃষকের ঋণ শোধ করেছি। তাদের মধ্য থেকে কয়েকজনকে ‘জনক’-এ আমন্ত্রণ জানিয়ে অভিষেক ও শ্বেতা বচ্চনের মাধ্যমে সরাসরি ঋণ মওকুফের অর্থ তুলে দিলাম।

ব্লগে তিনি আর লিখেছেন, ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত শহীদদের পরিবারকে সাহায্যের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অচিরেই পালন করবো।  

দৃষ্টান্তমূলক এই পদক্ষেপের জন্য ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমিদের প্রশংসার জোয়ারে ভাসছেন এখন অমিতাভ।

অবশ্য এর আগেও উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বহু কৃষকের ঋণ শোধ করেছেন অমিতাভ। এর মধ্যে উত্তরপ্রদেশের ১৩৯৮ জন এবং মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ পরিশোধ করেছিলেন বলিউড শাহেনশাহ। এছাড়া দীর্ঘদিন ধরেই নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ করে আসছেন অমিতাভ।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।