ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৯
অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে ৫টা ১০মিনিট পর্যন্ত অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ চলে। শুক্রবার (২১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা ভোটগ্রহণ শুরু হয়।

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দিতে দেখা যায়। প্রবীণ-নবীন শিল্পীদের অংশগ্রহণে ভোট কেন্দ্র প্রাণবন্তর হয়ে উঠে।

সবার মুখেই ছিল আনন্দের ছাপ।  

প্রথম ভোট দেন অভিনেতা ও সভাপতি প্রার্থী তুষার খান। এরপর একে একে কেন্দ্রে ভোটাররা প্রবেশ করতে শুরু করেন। দুপুর ১ থেকে ২ পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে টানা ভোটগ্রহণ চলে। এবার ভোটার সংখ্যা ছিল ৬০৬জন। ভোট দিয়েছেন ৫১৮জন।

২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫১ জন শিল্পী।  সভাপতি পদে লড়ছেন ৩জন প্রার্থী। তারা হচ্ছেন-শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। সহ-সভাপতির ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন-আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার। এবার সাধারণ সম্পাদক পদে লড়বেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান।

এছাড়া দু’টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন-আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।  

অর্থ-সম্পাদক পদে লড়ছেন-নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে-স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।  

আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন-শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য প্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল। এছাড়া কার্যনির্বাহী ৭টি পদের জন্য লড়াই করছেন সংগঠনটির মোট ১৮ জন সদস্য।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।