ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘কবির সিং’-এর হাফসেঞ্চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
‘কবির সিং’-এর হাফসেঞ্চুরি ‘কবির সিং’র পোস্টার

শহীদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত ‘কবির সিং’ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করে ২০ কোটি ২১ লাখ রুপি। দ্বিতীয় দিনে এর আয় দাঁড়িয়েছে ৫০ কোটিতে।

শুক্রবার (২১ জুন) ভারতজুড়ে ৩ হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কবির সিং’। এটি তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র রিমেক।

বিজয় দেবরকোন্ডা অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। এতে তার বিপরীতে অভিনয় করেন শালিনী পাণ্ডে।  

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে একজন ডাক্তার, যিনি প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়ার পর আত্মধ্বংসের পথ খুজে নেন।  

ব্যাপক সাড়া জাগানো সিনেমা ‘অর্জুন রেড্ডি’র অফিসিয়াল রিমেক হওয়ায় শুরু থেকেই ‘কবির সিং’ ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘অর্জুন রেড্ডি’ প্রশংসা পেয়েছিলো ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলিরও।

শহীদ-কিয়ারার রসায়ন আর অভিনয়ের প্রশংসা শুনে দর্শক দলে দলে প্রেক্ষাগৃহে  ছুটলেও মন ভরেনি সমালোচকদের। প্রতিটি দৃশ্য ‘অর্জুন রেড্ডি’র হুবহু নকল হওয়ায় সমালোচনা করেছেন অনেকেই।

সন্দ্বীপ রেড্ডি পরিচালিত ‘কবির সিং’ প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ২২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।