ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিএফডিসিতে বাপ্পির ‘ঢাকা ২০৪০’র শুটিং শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
বিএফডিসিতে বাপ্পির ‘ঢাকা ২০৪০’র শুটিং শুরু তিশা-বাপ্পি-ফারিয়া ও 'ঢাকা ২০৪০'র ক্ল্যাপস্টিক

এখন থেকে ২০ বছর পর অর্থাৎ ২০৪০ সালে রাজধানী ঢাকা দেখতে কেমন হবে? এমন প্রশ্নের কাল্পনিক উত্তর পাওয়া যাবে পরিচালক দীপংকর দীপনের নতুন সিনেমায়। সোমবার (২৪ জুন) থেকে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘ঢাকা ২০৪০’র শুটিং শুরু হয়েছে।

প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন সিনেমাটির নায়ক বাপ্পি চৌধুরী ও তার সহশিল্পী নুসরাত ফারিয়া।  

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘ঢাকা ২০৪০’ আমার স্বপ্নের একটি সিনেমা।

প্রস্তুতিতে আমি অনেক কষ্ট করেছি। নিজেকে নতুনভাবে তৈরি করেছি। আজ থেকে শুটিং শুরু হলো সেজন্য বেশ ভালো লাগছে। দর্শকদের বলতে পারি, তারা মনের মতো একটি সিনেমা পেতে যাচ্ছেন। আশা করছি সবাইকে আমাদের পাশে পাবো।

‘ঢাকা ২০৪০’র জন্য এফডিসির ৪নং ফ্লোরে বিশাল ভিএফএক্স সেট তৈরি করা হয়েছে। এখানে টানা ৩০ জুন পর্যন্ত শুটিং চলবে।

গত ২০ জুন রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির মহরত অনুষ্ঠিত। এতে বাপ্পি-ফারিয়া ছাড়াও অভিনয় করছেন এবিএম সুমন ও নুসরাত ইমরোজ তিশা। স্টুডিও এইট এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন সনেট কুমার সাহা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।