ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ইনশাল্লাহ’র শুটিংয়ে থাকছে কঠোর নিরাপত্তা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
‘ইনশাল্লাহ’র শুটিংয়ে থাকছে কঠোর নিরাপত্তা 

চলতি বছর বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ইনশাল্লাহ’। নন্দিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করবেন সালমান খান ও আলিয়া ভাট।

শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। ভারত ছাড়াও ‘ইনশাল্লাহ’ ইউনিট উড়াল দেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার মিয়ামি শহরে।

সেখানে সালমান ও আলিয়াসহ সিনেমাটির আরও শিল্পীরা অংশ নেবেন। নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সালমান ও আলিয়া ছাড়াও ‘ইনশাল্লাহ’ সিনেমায় অনেক বিখ্যাত তারকা রয়েছেন। আর মিয়ামিতে প্রচুর প্রবাসী ভারতীয় বসবাস করে। তাই শুটিংয়ের সময় ইউনিট নিরাপত্তা সঙ্কটে পড়তে পারে। সে শঙ্কা থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

মিয়ামিতে বিশাল নিরাপত্তার মধ্যে হলিউডের অনেক সিনেমার শুটিং হয়। ‘ইনশাল্লাহ’ ইউনিট তেমনই নিরাপত্তা তাদের শুটিংয়ে চায় বলে জানায় সূত্র।

এদিকে উত্তর ভারতের বারাণসী শহরে সিনেমাটির শুটিং করা হবে। পর্দায় এই শহরে আলিয়ার বাড়ি দেখানো হবে। এছাড়া উত্তরাখণ্ডেও দৃশ্যায়ন হবে। ২০২০ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।