ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘রক্তকরবী’র ৪৫তম মঞ্চায়নের অপেক্ষায় প্রাঙ্গনেমোর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
‘রক্তকরবী’র ৪৫তম মঞ্চায়নের অপেক্ষায় প্রাঙ্গনেমোর

রবীন্দ্র চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে গড়ে উঠে নাট্যদল প্রাঙ্গনেমোর। সেই ধারাবাহিকতায় আসছে শনিবার (২৪ আগস্ট) মহিলা সমিতির মঞ্চে হতে যাচ্ছে প্রাঙ্গনেমোর প্রযোজিত নাটক ‘রক্তকরবী’র ৪৫তম মঞ্চায়ন।

নাটকটির নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’খ্যাত দাপুটে মঞ্চাভিনেত্রী নূনা আফরোজ। এতে নূনা আফরোজ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অনন্ত হীরা, শিশির রহমান, আওয়াল রেজা, রামিজ রাজু, ইউসুফ পলাশ, শুভেচ্ছা রহমান, জুয়েল বুলেট, নিজাম লিটন, সাগর রায়, রিগ্যান রত্ন, মনির, সরোয়ার আলম সৈকত।

নূনা আফরোজ।  ছবি: রাজীন চৌধুরীএই নাটক প্রসঙ্গে এর নির্দেশক-অভিনেত্রী নূনা আফরোজ বাংলানিউজকে বলেন, ‘এটি আমাদের অধিক প্রশংসিত একটি প্রযোজনা। প্রত্যেকটি প্রদর্শনীতেই প্রত্যাশাতীত দর্শক হয়েছে। এতে আমি নন্দিনী চরিত্রে অভিনয় করেছি। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। দেখার আমন্ত্রণ। ’  

এর মঞ্চ নির্দেশনায় ফয়েজ জহির। আলোক সাজে ঠাণ্ডু রায়হান। সঙ্গীতে জাকির হোসেন শিবলু। পোশাক নির্দেশনায় নূনা আফরোজ। পোস্টার নির্দেশনায় মজুমদার বিপ্লব এবং মঞ্চ ব্যবস্থাপনায় সাগর রায়।

আসছে শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির মঞ্চে হবে প্রাঙ্গনেমোর প্রযোজিত নাটক ‘রক্ত করবী’র ৪৫তম প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।