ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় আসছে মর্গান ও বাটলারের ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
ঢাকায় আসছে মর্গান ও বাটলারের ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’

‘অলিম্পাস হ্যাজ ফলেন’ ও ‘লন্ডন হ্যাজ ফলেন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন হলিউডের অভিনেতা মর্গান ফ্রিম্যান ও জেরার্ড বাটলার। এবার একই সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’-এ অভিনয় করেছেন তারা।

২৩ আগস্ট সিনেমাটি বিশ্বের বহু দেশে মুক্তি পেয়েছে। তবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে এটি মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (৩০ আগস্ট)।

২০১৩ সালে হোয়াইট হাউজ নিয়ে নির্মিত ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ সিনেমাটি দারুণভাবে দর্শক-সমালোচক মন জয় করে। এর তিন বছর পর ২০১৬ সালে একই সিরিজের ‘লন্ডন হ্যাজ ফলেন’ মুক্তি পায়। সেটিও জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখে।  

দ্বিতীয় কিস্তির ঠিক তিন বছরের মাথায় আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন সিরিজের প্রধান দুই চরিত্র জেরার্ড বাটলার ও মর্গান ফ্রিম্যান। এই সিনেমা পরিচালনা করেছেন রিক রোমান ওয়াহ।  

সিরিজটির সিনেমাগুলো মূলত অ্যাকশন নির্ভর গল্পে নির্মিত হয়। যেখানে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে প্রেসিডেন্টের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেন জেরার্ড বাটলার। নিরাপত্তার এমন গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে চমকপ্রদ সব ঘটনা দেখানো হয় গল্পের মাধ্যমে। এর আগের সিরিজের দুটি পর্বে সিক্রেট এজেন্ট হিসেবে প্রেসিডেন্টের বিশ্বস্ত হিসেবে মাইককে দেখানো হলেও এবার প্রেসিডেন্টের নিরাপত্তা বা হামলার মূল নায়ক হিসেবে দেখানো হচ্ছে মাইক চরিত্রে থাকা জেরার্ডকে।  

**‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’র ট্রেলার
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।