ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার কবির গান নিয়ে বন্যার পরিবেশনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
চার কবির গান নিয়ে বন্যার পরিবেশনা রেজওয়ানা চৌধুরী বন্যা

টিভি অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’তে গাইবেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।  

হবিগঞ্জের দ্যা প্যালেস হোটেল থেকে গাওয়া বন্যার ১ ঘণ্টা ৩০ মিনিটের পরিবেশনাটি সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলানিউজকে বলেন, ‘এই অনুষ্ঠানে চার কবির (রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেন) ১০ থেকে ১২টি গান গাইবো।

এর মধ্যে সদ্য প্রকাশিত আমার ‘তিন কবির গান’ শিরোনামের অ্যালবাম থেকে কয়েকটি গান করবো। আর রবীন্দ্রনাথের গান তো থাকছেই। চার কবির জনপ্রিয় গানগুলোই শ্রোতাদের শোনাবো। ’

সম্প্রতি তিন কবির তিনটি করে মোট ৯টি গান নিয়ে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশ পায় বন্যার অ্যালবাম ‘তিন কবির গান’। এর সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন পশ্চিবঙ্গের প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।

এই অ্যালবামে তিন কবির গানগুলো হচ্ছে যথাক্রমে- ‘আজি নতুনও রতনে’, ‘মলয় আসিয়া কয়ে গেছে কানে’, ‘চাহি অতৃপ্ত নয়নে তার মুখপানে’, ‘ডাকে কোয়েলা বারে বার’, ‘কে তুমি বসি নদীকূলে একলা’, ‘ওরে বন তোর বিজনে’, ‘আমি কাজের পাই হে সময়’, ‘মিনতি করি তব পায়’, এবং ‘তুমি আমার অন্তঃস্থলের খবর জানো’।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।