ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘স্মৃতির দহন’- এ আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
‘স্মৃতির দহন’- এ আইয়ুব বাচ্চু আইয়ুব বাচ্চু

গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান কিংবদন্তি ব্যান্ড তারকা-গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। বছর ঘুরে আবার এলো অক্টোবর। অর্থাৎ আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে আয়োজন করা হয়েছে ‘স্মৃতির দহন’ নামের একটি অনুষ্ঠান।

শুক্রবার (১৮ অক্টোবর) আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। ওইদিন বিকেল ৪টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘স্মৃতির দহন’ নামের বিশেষ এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করবেন এলআরবি’র প্রতিষ্ঠাকালীন সদস্য এসআই টুটুল, সাঈদ হাসান স্বপন, লতিফুল রহমান শিবলী এবং বাপ্পি খান। জামাল রেজার পরিচালনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় তানভীর তারেক।  

এছাড়াও ওইদিন দুপুর ১২টায় টিভি চ্যানলটি প্রচার করবে ‘আইয়ুব বাচ্চুর স্মরণে’ নামে আরও একটি অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।