ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অসুস্থতা নিয়ে জল্পনা বন্ধে অমিতাভের অনুরোধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
অসুস্থতা নিয়ে জল্পনা বন্ধে অমিতাভের অনুরোধ

চার দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ঘরে ফিরেছেন অমিতাভ বচ্চন। তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় হাসপাতালের বাইরে প্রচুর ভক্তরা ভিড় করেছিল।

অমিতাভ হাসপাতালে ভর্তি হওয়ার পর বচ্চন পরিবার থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই ‘বিগ বি’র অসুস্থতার খবরে নানা রকম গুঞ্জন শুরু হয়।

তবে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কিংবদন্তি এই অভিনেতা। তিনি ব্লগে সবার উদ্দেশ্যে তার স্বাস্থ্যের বিষয়ে জল্পনা-কল্পনা বন্ধের অনুরোধ জানিয়েছেন।  

অমিতাভ বচ্চন লেখেন, ‘পেশার নীতি ভাঙবেন না। যে কোনো ব্যক্তির জন্য অসুস্থতা ও তার চিকিৎসার তথ্য গোপনীয় রাখা স্বতন্ত্র অধিকার। এটি কেড়ে নিয়ে তা বাণিজ্যিকভাবে প্রচার করার চেষ্টা করা একটি সামাজিক অবৈধতা। সম্মান করা এবং এটি বোঝা প্রয়োজন। সবকিছু পৃথিবীতে বিক্রয় হয় না’।

এর আগে জানা যায়, লিভারের সমস্যার কারণে ১৪ অক্টোবর দিনগত রাত ২টায় হঠাৎ করেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে। তার লিভারে পুরনো সমস্যা রয়েছে। তবে আরেকটি সূত্র বলছে তিনি সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।