বুধবার (৫ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷ সেখানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্তু মুখার্জি।
সন্তু মুখার্জির শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। পটাশিয়ামের মাত্রাও অনেকটা পড়ে যায়। সঙ্গে শ্বাসকষ্ট তো ছিলই। দীর্ঘদিন ধরে হাইপারটেনশন ও সুগার ছিল সন্তু মুখার্জির। প্রাথমিকভাবে চিকিৎসকেরা উদ্বিগ্ন থাকলেও চিকিৎসায় সাড়া দিতে থাকেন সন্তু। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনো তাকে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা থাকতে হবে চিকিৎসকদের কড়া নজরে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
ওএফবি