সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে চলচ্চিত্রের এই মহাযজ্ঞ শুরু হয়। জাঁকজমকপূর্ণ এ আসরে প্রতিবারের মতো ২৪টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
সবাইকে চমকে দিয়ে ৯২তম আসরে সেরা সিনেমা হলো কোরিয়ান ভাষার সিনেমা ‘প্যারাসাইট’। এই প্রথম বিদেশি ভাষার কোনো সিনেমা অস্কারে সেরা সিনেমার খেতাব পেলো। একই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন দক্ষিণ কোরিয়ার বং জুন-হো।
এছাড়া এবারের আসরে ‘জুডে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠলো রেনে জেলওয়েজারের হাতে। আর ‘জোকার’ সিনেমার জন্য হোয়াকিন ফিনিক্স পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।
এবার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে ছিল ‘জোকার’। সিনেমাটির ঝুলিতে ছিল ১১টি মনোনয়ন। অপরদিকে ১০টি করে মনোনয়ন নিয়ে জোকারের প্রতিদ্বন্দ্বিতা করছে ‘দ্য আইরিশম্যান’, ‘১৯১৭’ এবং ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমা দু’টি। ‘জো জো র্যাবিট’, ‘লিটল উইমেন’, ‘ম্যারিজ স্টোরি’ ও ‘প্যারাসাইট’ ৬টি করে মনোনয়ন পেয়ে লড়েছে। আর অভিনয়ের শ্রেষ্ঠত্বের দৌঁড়ে ছিলেন হোয়াকিন ফিনিক্স, রেনে জেলওয়েজার, ব্র্যাড পিট, লরা ডার্ন প্রমুখ।
এক নজরে ৯২তম অস্কারে সেরাদের তালিকা
সিনেমা: প্যারাসাইট
অভিনেতা: হোয়াকিন ফিনিক্স (জোকার)
অভিনেত্রী: রেনে জেলওয়েজার (জুডে)
সহ-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
পার্শ্ব-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম...ইন হলিউড)
পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট)
চিত্রনাট্য (মৌলিক): প্যারাসাইট
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জো জো র্যাবিট
আন্তর্জাতিক সিনেমা: প্যারাসাইট
অ্যানিমেটেড সিনেমা: টয় স্টোরি ফোর
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: হেয়ার লাভ
প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন
চিত্রগ্রহণ: রজার ডেকিনস (১৯১৭)
রূপ ও চুলসজ্জা: বোম্বশেল
মৌলিক সুর: জোকার
মৌলিক গান: আই এম গোননা
সম্পাদনা: ফোর্ড ভার্সেস ফেরারি
শিল্প নির্দেশনা: ওয়ান্স আপন অ্যা টাইম...ইন হলিউড
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (লাইভ অ্যাকশন): দ্য নেইভারস উইন্ডো
শব্দ সম্পাদনা: ডোনাল্ড সিলভেস্টার
শব্দ মিশ্রণ: ১৯১৭
ভিজ্যুয়াল ইফেক্টস: ১৯১৭
পোশাক পরিকল্পনা: লিটল উইমেন
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জেআইএম