ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রক শিল্পী অভিষেকের কণ্ঠে রবীন্দ্র সংগীত 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
রক শিল্পী অভিষেকের কণ্ঠে রবীন্দ্র সংগীত 

ভিন্ন আঙ্গিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন রক ধাচের সংগীতশিল্পী অভিষেক। আসছে ১২ ফেব্রুয়ারি তার প্রথম সিঙ্গেল রিলিজ হবে। 

অভিষেক মূলত একজন প্রগতিশীল রক আর্টিস্ট। টেকনিক্যাল মিউজিক নিয়ে চর্চা তার ছোটবেলা থেকেই।

৮ বছর বয়স থেকে উচ্চাঙ্গ সংগীতের তালিম নিতে শুরু করেন তিনি। এরপর ছায়ানট থেকে রবীন্দ্র সংগীতের ওপর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।  

১৮টি ইনস্ট্রুমেন্টে পারদর্শী এ শিল্পী তার রক অ্যালবাম রিলিজ করবেন চলতি বছরেই। তিনি বলেন, বাংলাদেশে প্রগতিশীল রক মিউজিকটা ছড়িয়ে পড়ুক আমি এটাই চাই। আমি দেখতে চাই এ দেশের মানুষ ভালো বাংলা গান চর্চা করুক।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।