ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় মুক্তি পাচ্ছে ভিন ডিজেলের ‘ব্লাডশট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ঢাকায় মুক্তি পাচ্ছে ভিন ডিজেলের ‘ব্লাডশট’

নতুন সুপারহিরো হলেন হলিউড অভিনেতা ভিন ডিজেল! ‘ব্লাডশট’ নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এটি। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কমিকসভিত্তিক সুপারহিরো সিনেমাটি।

‘ব্লাডশট’র মূল নায়ক ভিন ডিজেল। ডেভিড এসএফ উইলসনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন গাই পিয়ার্স, এজা গনজালেস, স্যাম হিউগান, টবি কেববেলসহ অনেকে তারকা।

সিনেমাটির গল্পে দেখা যাবে, রয় গ্যারিসন এবং তার স্ত্রী এইজা গঞ্জালেজকে হত্যা করে একদল দুর্বৃত্ত। হত্যার অল্প সময়ের মধ্যে বিজ্ঞানীর দীর্ঘ চেষ্টায় মেরিন রয় গ্যারিসনকে পুনরায় জীবিত করার চেষ্টা চালান। ন্যানো টেকনোলজির সাহায্যে সে রূপান্তরিত হয় একজন অতিমানব বায়োটেক কিলিং মেশিন ব্লাডশট হিসেবে। দুর্বৃত্তের হাতে মারা গেলেও তাকে বিশেষ কায়দায় বিজ্ঞানীদের গোপন একটি দল বাঁচিয়ে তোলে। তার মাঝে জাগিয়ে দেয় অতিমানবীয় সত্তা! 

সিনেমাটিতে রয় গ্যারিসনের চরিত্রে অন্যরকম এক ভিন ডিজেলকে দেখতে পাবেন দর্শক।  

‘ব্লাডশট’ নির্মাণের উদ্যোগ ২০১২ সালে নেওয়া হলেও এর শুটিং শুরু হয় ছয় বছর পর ২০১৮ সালের আগস্টে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন, চেক রিপাবলিকের প্রাগ ও হাঙ্গেরির
বুদাপেস্টসহ বেশকিছু স্থানে শুটিং হয়। একই বছরের অক্টোবরে শেষ হওয়ার সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার।  

সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ‘ব্লাডশট’র টিজার ইউটিউবে প্রকাশ করেছে। ২ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে ভিন ডিজেলের দুর্দান্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। তাই বক্স অফিসে সিনেমাটি বেশ ভালো ব্যবসা করবে বলে ধারনা করছে সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।