বৃহস্পতিবার (২ জুলাই) বিবেক ওবেরয় তার ইনস্টাগ্রামে জানান, তার আসন্ন হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’-এ নতুন মেধাবী অভিনেতার অভিষেক করবেন।
তিনি বলেন, মেধাবীদের সবসময়ই সহযোগিতা করার চেষ্টা করেছি।
আরেক পোস্টে বিবেক লেখেন, ঈশ্বর পরম দয়ালু। আমাদের দ্বিতীয় সিনেমা আপনাদের জন্য আনছি। ‘রোজি’ নামের একটি হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি। গুরুগ্রামে সংঘটিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে এই ফ্র্যাঞ্চাইজি।
‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ পরিচালনা করবেন বিশাল মিশ্র। বিবেকের অপর থ্রিলার ‘ইতি’ও পরিচালনা করছেন তিনি। আর দু’টো সিনেমাই প্রযোজনা করছেন বিবেক ওবেরয় ও তার সঙ্গে মন্দিরা এন্টারটেইনমেন্ট।
গত মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিবেক ওবেরয় দীর্ঘ পোস্ট লেখেন সামাজিকমাধ্যমে। তার মতে, বলিউডের এখন আত্মনীরিক্ষণ প্রয়োজন। ‘কাই পো চে’ অভিনেতার মৃত্যু এখন সেই ডাকটিই দিয়েছে। হিন্দি চলচ্চিত্র শিল্পকে একটি পরিবারের মতোই হওয়া দরকার। যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে, অবদমন নয়।
বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে যখন তোলপাড় চলছে, তখন বিবেকের এ ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এমকেআর