ঈদের জন্য বিশেষ টেলিফিল্ম নির্মাণ করেছেন পরিচালক সাইদুল ইসলাম রানা। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার টেলিফিল্মটির নাম ‘কাল নিতুর বিয়ে’।
এক দরিদ্র বাবার সঙ্গে তার মেয়ের সম্পর্কের গভীর বন্ধন এবং একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণের বিলাসিতার স্বপ্নে ডুবে থাকার গল্প নিয়ে টেলিফিল্মটি নির্মিত। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ পরিচালকের নিজের।
টেলিফিল্মটি প্রসঙ্গে সাইদুল ইসলাম রানা বলেন, এর গল্পটা মানুষের চিন্তার গভীরতাকে বাড়াবে ও অপরাধ প্রবণতা দূর করতে সাহায্য করবে। এছাড়া গল্পটি যেকোনো কঠিন ব্যক্তিরও চোখের কোণে পানি আনবে। আমি চেষ্টা করেছি টেলিফিল্মটির মাধ্যমে দর্শকদের মনে একটা প্রভাব ফেলার। বাকিটা দর্শক নিজেই দেখে বিচার করতে পারবেন।
নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী মিলি বলেন, টেলিফিল্মটির মূলত প্রচলিত প্রেম-ভালোবাসা এবং নায়ক-নায়িকা নির্ভর গল্প না। এর গল্পটা অনেকটাই ভিন্ন।
এটি সব ধরনের দর্শকের দেখার আহ্বান জানিয়েছেন অভিনেতা সজল। তবে টেলিফিল্মটি প্রচারের আগে নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে নারাজ তিনি।
সজল-মিলি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন-লুৎফর রহমান জর্জ, শাহেদ আলী সুজনসহ অনেকে।
‘কাল নিতুর বিয়ে’ ঈদুল আযহার সপ্তম দিন রাত সাড়ে ৭টায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
জেআইএম