ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
করোনায় আক্রান্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ নাসির উদ্দীন ইউসুফ

ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ৷ বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি রয়েছেন৷

শনিবার (৩১ অক্টোবর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ৷

তিনি বলেন, নাসির উদ্দীন ইউসুফের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মানসিকভাবে সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক এ মূহুর্তে বিশ্রামই তার প্রধান চিকিৎসা।

তিনি বলেন, সবার প্রতি অনুরোধ এ সময় কেউ তাঁকে ফোন করবেন না। দোয়া এবং মঙ্গল কামনাই একমাত্র প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ডিএন/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।