ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘ড্রাকুলা স্যার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে  ‘ড্রাকুলা স্যার’

১৯৭১ সাল এবং বর্তমান সময়কাল সমান্তরালভাবে গল্পে তুলে ধরে নির্মাণ করা হয়েছে ‘ড্রাকুলা স্যার’। সিনেমাটিতে উঠে এসেছে শিক্ষকের ভূমিকায় অনির্বাণ, তার ক্যানাইন দাঁতের বিড়ম্বনা কথা।

রয়েছে অমল সোমের ভালোবাসার কথাও।

দুর্গাপূজা উপলক্ষে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি ২১ অক্টোবর বাংলা ভাষায় মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। এবার আসন্ন দীপাবলিতে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এটি পুরো ভারতে মুক্তি দিতে যাচ্ছে হিন্দি ভাষায়।

করোনার কারণে মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহে ‘ড্রাকুলা স্যার’ চলছে। তবে এর মধ্যেই সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলেছে বলে জানানো হয়েছে। তাই হিন্দিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, সিনেমার গল্প, লুক-ফিল সবটাই ভীষণ অন্য রকম। একটা বড় অংশ সত্তরের দশকের প্রেক্ষাপটে। এই ধরনের সিনেমা আমি আগে করিনি।

‘ড্রাকুলা স্যার’ পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ।  

শুধুমাত্র অমল-মঞ্জরীর ভালোবাসার গল্প নয়। এই সিনেমার মাধ্যমে রূপক অর্থে অনেক কথাই তুলে ধরেছেন নির্মাতা। সিনেমাটিতে পাশ্চাত্যের ধরন রয়েছে। ইংরাজি সিনেমার দর্শক ড্রাকুলার সঙ্গে বেশ ভালোই পরিচিত। যদিও আবার ‘ড্রাকুলা স্যার’-এ ‘ড্রাকুলা’র কথা উঠে এসেছে রূপক অর্থে।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।