ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রক্তক্ষরণ নিয়ন্ত্রণে, তবে এখনও শঙ্কা কাটেনি সৌমিত্রের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
রক্তক্ষরণ নিয়ন্ত্রণে, তবে এখনও শঙ্কা কাটেনি সৌমিত্রের সৌমিত্র চট্টোপাধ্যায়

শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ।

তবে হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাওয়ায় সোমবার (২ নভেম্বর) ফের কয়েক ইউনিট রক্ত দিতে হয়েছে তাকে।  

রোববার (১ নভেম্বর) রক্তক্ষরণ শুরু হওয়ায় উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২৪ ঘণ্টার মধ্যেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে চলে আসায় সৌমিত্রের শারীরিক পরিস্থির কিছুটা উন্নতি হয়েছে।

প্রায় এক মাসের কাছাকাছি বেলভিউ নার্সিংহোমে ভর্তি সৌমিত্র। সোমবার চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রের অভ্যন্তরীণ রক্তক্ষরণ আপাতত নিয়ন্ত্রণে এসেছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় রক্ত দিতে হয়েছে।

করোনার রিপোর্ট নেগেটিভ থাকলেও ৮৫ বছর বয়স এবং কো-মর্বিডিটি থাকায় সৌমিত্রের শারীরিক পরিস্থিতি হঠাৎ করেই খারাপ হচ্ছে। এখনও সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। কিডনির সমস্যাটা প্রকট। তবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।