ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফকির আলমগীরের কণ্ঠে জীবনমুখী গান ‘মানুষ’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
ফকির আলমগীরের কণ্ঠে জীবনমুখী গান ‘মানুষ’ ফকির আলমগীর

গণসঙ্গীতের প্রবাদ পুরুষ ফকির আলমগীর এবার গাইলেন ‘মানুষ তোমরা নও’ শিরোনামের একটি জীবনমুখী প্রতিবাদী গান।  

মানুষের মত দেখতে হলেও/মানুষ তোমরা নও/দানবের মত ব্যবহার দিয়ে/মানুষ সাজতে চাও/সাহায্যের নামে বাড়িয়ে হাত/পিছু টেনে কেন ধরো/বাঁচতে বলার টিকিট দিয়ে/আবার কেন মারো- ইমতিয়াজ মেহেদী হাসান’র এমন কথায় গানটির সুর করেছেন হাবিব মোস্তফা।

সংগীতায়োজনে অণু মোস্তাফিজ।  

এ গান সম্পর্কে ফকির আলমগীর বলেন, গানটির বাণী পড়ে ও সুর শুনে একবাক্যে গানটি গাওয়ার জন্য রাজী হয়ে যাই। মনে হয়েছে, গানটি যেন আমার জন্যই তৈরী হয়েছে। সারা পৃথিবীতে মানুষে মানুষে হানাহানি হিংসা-বিদ্বেষ ও দাঙ্গা। আর ঠিক সেই মুহুর্তে এই প্রতিবাদী গানটি গাইলাম। জয় হোক মানুষের, দানবের নয়।  

সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, শ্রদ্ধেয় ফকির আলমগীর স্যারের কণ্ঠে সবসময় মানবতার বাণী গীত হয়। তিনি সুরে সুরে পৃথিবীতে বিরাজমান অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার মত কিংবদন্তির কণ্ঠে আমার সুরে একটি গান গীত হয়েছে ভাবতে ভীষণ ভালো লাগছে। আশা করি, এই গানটিও একটি ঐতিহাসিক সৃষ্টি হবে।

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি মানুষে মানুষে বিভেদের বিরুদ্ধে কথা বলতে পারি, তাহলেই মানুষের অধিকার প্রতিষ্টা পাবে। সমাজে মুখোশে ঢাকা মানুষগুলোর মুখোশ টেনে ছিড়তে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা শ্রোতারা গ্রহণ করলে অনুপ্রাণিত হব।  

প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক’র ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
ওএফবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।