ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শনিবার থেকে নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
শনিবার থেকে নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’ ‘ফরেন ভিলেজ’র দৃশ্যে মীর সাব্বির ও নাদিয়া আহমেদ

বরজাহান হোসেনের রচনায় ফরিদুল হাসানের পরিচালনায় নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’। শনিবার (০৭ নভেম্বর) থেকে টেলিভিশনের পর্দায় নাটকটি প্রচার হতে যাচ্ছে।

তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, আলভী, ঊর্মিলা শ্রাবন্তী কর, দিলারা জামান, আরফান আহমেদ, সাজু খাদেম, ডা. এজাজ, জামিল হোসাইন, প্রাণ রায়, মাহমুদুল ইসলাম মিঠু, পূর্ণিমা বৃষ্টি, ফারজানা রিক্তা, আইরিন আফরোজ প্রমুখ।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা জানান, প্রত্যন্ত অঞ্চলের গ্রাম উজানপুরের মেয়েরা বিদেশে চাকরি করেন। স্বামীরা তাদের টাকায় দাম্ভিকতা দেখায় এবং সংসারের কাজ করেন। হাস্যরসে ভরপুর ব্যতিক্রমী জমজমাট গল্প নিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে।  

নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’ শনিবার থেকে বাংলাভিশন টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে। প্রতি সপ্তাহে শনি ও রোববার রাত ০৯টা ৪৫মিনিটে এটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।