ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মূল্য অমূল্য’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
‘মূল্য অমূল্য’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

ঢাকা: করোনার প্রকোপে নীরবতা নেমে এসেছিল মঞ্চের চিরচেনা অঙ্গনেও৷ সেই নীরবতা ভেঙে সপ্তাহের শুক্র ও শনিবার শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে নাটক দেখার সুযোগ পাচ্ছেন নাট্যপ্রেমীরা। পুরনো নাটকের পাশাপাশি মঞ্চস্থ হচ্ছে বিভিন্ন নাট্যদলের নতুন নাটক।

শুক্রবার (০৬ নভেম্বর) মঞ্চে এলো অনুস্বর নাট্যদলের নতুন প্রযোজনা ‘মূল্য অমূল্য’। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের চিত্র মেলে ধরা নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে।

স্বাস্থ্যবিধি মেনে এক-তৃতীয়াংশ আসন ফাঁকা রেখে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশিত হয় প্রযোজনাটি। শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় একই ভেন্যুতে প্রযোজনাটির দ্বিতীয় প্রদর্শনী উন্মুক্ত থাকবে সব দর্শকের জন্য।  

আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে রূপান্তরের পাশাপাশি মূল্য অমূল্য নাটকের নির্দেশনা দিয়েছেন অনুস্বরের দলপ্রধান মোহাম্মদ বারী। ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায়। বিভিন্ন নাট্যদলের কর্মীদের উপস্থিতিতে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত ছিল মূল্য অমূল্য নাটকের উদ্বোধনী প্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

মুনাফাভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার ভঙ্গুর চিত্র উঠে এসেছে নাটকের গল্পে। দুই ভাইয়ের মধ্যে পরিবারিক মূল্যবোধের টানাপোড়েনকে উপজীব্য করে এগিয়েছে ঘটনা প্রবাহ। এ দুই ভাইয়ের জীবন দর্শনের মধ্যে পার্থক্য আছে। একজন পুরনো মূল্যবোধের সম্পর্ককে আকড়ে ধরে রাখতে চান। অপরজন নিজের উন্নতির বাইরে কোনো কিছুই গ্রাহ্য করেন না। এ কারণে তার কাছে সম্পর্কের কোনো গুরুত্ব নেই। উঠতি পুঁজিবাদী সমাজের চরিত্রটাকে লালন করেন তিনি। এক সময় তার অনেক সম্পদও হয়। কিন্তু টাকা-পয়সার পেছনে ছুটতে গিয়ে জীবন থেকে হারিয়ে যায় সুখ। দুই ভাইয়ের ব্যক্তিত্বের এ দ্বন্দ্ব আর যুক্তি-তর্কের মধ্যে উঠে আসে আদর্শিক পাকচক্র, আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ আমাদের সবাইকে এক সময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে। সম্পর্কের মধ্যেও কি তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন আসে হার-জিতের; নাকি তা টিকিয়ে রাখার চেষ্টায় কাউকে কাউকে চুকাতে হয় জীবনের অমূল্য মূল্য?

প্রযোজনাটিতে খোদাবক্স চরিত্রে অভিনয় করেন মোহাম্মদ বারী। খোদাবক্সের মেয়ের চরিত্রে রূপ দিয়েছেন ডালিয়া ফেরদৌস বাণী। রঞ্জু চরিত্রে অভিনয় করেছেন সাইফ সুমন। মঞ্জু চরিত্রের রূপ দিয়েছেন প্রশান্ত হালদার। এশা চরিত্রে অভিনয় ফরিদা লিমা। সাকিল সিদ্ধার্থের পরিকল্পনায় আলোক পরিকল্পনায় ছিলেন অশ্লান বিশ্বাস। আবহ সংগীত পরিকল্পনা ছিলেন রামিজ রাজু।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
ডিএন/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।