ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গোলাগুলিতে নিহত মার্কিন র‌্যাপার কিং ভন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
গোলাগুলিতে নিহত মার্কিন র‌্যাপার কিং ভন র‌্যাপার কিং ভন

জনপ্রিয় আমেরিকান র‌্যাপার কিং ভন মারা গেছেন। শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি নাইটক্লাবের বাইরে দুই দলের গোলাগুলিতে তিনি নিহত হন।

 

তদন্তকারী সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ডেভন বেনেট ওরফে কিং ভন ও তার দল এদিন আটলান্টার অপিয়াম নাইটক্লাব থেকে বেরিয়ে একটি পার্কিং লটে যান। সেখানে দু’জন লোক এসে তাদের সঙ্গে তর্কে জড়ায়। উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষ থেকেই গুলি চলে। এসময় মোট ছয়জন গুলিবিদ্ধ হয়। বেনেট (কিং ভন) ও আরও দু’জন এতে মারা যান। বাকি তিনজন গুরুতর জখম হন।

গতমাসেই কিং ভনের নতুন অ্যালবাম ‘ওয়েলকাম টু ও-ব্লক’ প্রকাশ পায়। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়ে তার অগণিত অনুরাগী-শুভানুধ্যায়ীরা।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।