ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘প্রীতিলতা’ সিনেমায় গাইলেন সাব্বির নাসির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
‘প্রীতিলতা’ সিনেমায় গাইলেন সাব্বির নাসির সাব্বির নাসির

ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে সিনেমা ‘প্রীতিলতা’র শুটিং শুরু হয়েছে গত ১ নভেম্বর।

এই সিনেমাটির জন্য গান করেছেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন।

এবার এর আরেকটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী সাব্বির নাসির।  

সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে ‘মানুষ’ শিরোনামের এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গোলাম রাব্বানীর কথায় গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব।

সাব্বির নাসির বলেন, বাংলা সিনেমার গানে এটি আমার প্রথম প্লেব্যাক। অসম্ভব ভালো একটা গান। নিরব চেষ্টা করেছে মিউজিকে ভিন্ন স্বাদের কিছু দেওয়ার। একবার শুনলে দ্বিতীয় বার নিজে নিজে গাইতে পারার মতো গান।

গোলাম রাব্বানী বলেন, এই গানে মূলত মানুষের জীবনের কিছু চরম সত্য কথা বলার চেষ্টা করেছি। যে কথাগুলো সবারই মনের কথা। সবাই হয়তো যে যার মতো করে বলেনও। আমি একটু গানের মাধ্যমে বলার চেষ্টা করছি।

জাহিদ নিরব বলেন, ইচ্ছে ছিল গানটা একটু ট্রেন্ডি বানানোর সঙ্গে একটু ফোক মিউজিক থাকলো। গানের কবিতাটা খুবই স্প্রিচুয়াল, যদিও মিউজিকে আমি একটু রকিং কিছু করেছি। আর সাব্বির ভাই খুবই অসাধারণ গেয়েছেন। তার গায়কীতে আমি মুগ্ধ। সব মিলিয়ে কাজটা হয়েছে ভালো লাগার মতো।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’  সিনেমায় শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি। এর প্রথম লটের শুটিংয়ে অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, সাইফ চন্দন, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল প্রমুখ। ইউফরসির ব্যানারে নির্মিত এ সিনেমার কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।