ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৌমিত্র ও তার পরিবার নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, আইনি ব্যবস্থা পৌলমীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
সৌমিত্র ও তার পরিবার নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, আইনি ব্যবস্থা পৌলমীর সৌমিত্র ও পৌলমী

প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার ও ভক্ত-অনুরাগীরা। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ সৌমিত্রকন্যা পৌলমী।

অভিনেতার মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে তাকে হাসপাতাল আর বাসা সামলাতে হয়েছে রাত-দিন।

রোববার (১৫ নভেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান সৌমিত্র। তার মৃত্যুর পর ব্যক্তিগত শোক ভুলে অনুরাগীদের শক্ত হতে বলেছিলেন সৌমিত্রকন্যা-নাট্যকর্মী পৌলমী। তবে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা অংশ প্রয়াত অভিনেতা ও তার পরিবার নিয়ে কুরুচিকর এবং বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছে। গোটা ঘটনায় ক্ষুদ্ধ ও বিরক্ত সদ্য বাবাহারা পৌলমী।

সৌমিত্রের সঙ্গে তার পরিবারের সমীকরণ, গোটা পরিবার ৮৫ বছরের অভিনেতার ওপর কতখানি আর্থিকভাবে নির্ভরশীল ছিল, কেনো করোনা পরিস্থিতিতে সৌমিত্রকে বাইরে কাজ করা থেকে বিরত রাখলো না মেয়ে- এই সব নিয়ে প্রশ্ন তুলে একাধিক সামাজিক মাধ্যমের পোস্ট আগুন গতিতে ছড়িয়ে পড়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনভর।  

এরপর ওইদিন রাতে সামাজিক মাধ্যমেই এই অপপ্রচার নিয়ে মুখ খোলেন সৌমিত্রকন্যা। তিনি সাফ ভাষায় ফেসবুক পোস্টে লেখেন, ‘ননসেন্স এবং অর্ধ-সত্য…. কবে থামবে এই নোংরামো....। সেলেব্রিটির পরিবার বলে যা ইচ্ছে তাই… সোশ্যাল মিডিয়া বলে যা খুশি...। ’

এখানেই থেমে থাকেননি তিনি। উপযুক্ত ব্যবস্থা নিতে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করেন তিনি এবং অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টিও ফেসবুকে জানান পৌলমী বসু। কলকাতা পুলিশ থেকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সৌমিত্রকন্যাকে। লাগাতার রিপোর্টের জেরে ওই ফেসবুক কর্তৃপক্ষ বিতর্কিত পোস্টগুলো সরিয়ে দেয়। কিন্তু ততক্ষণে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা একাধিক ফেসবুক প্রোফাইলে ছড়িয়ে পড়েছে সেই পোস্ট।

অন্যদিকে বুধবার (১৮ নভেম্বর) কংগ্রেস সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী প্রয়াত অভিনেতার গলফ গ্রিনের বাড়িতে হাজির হন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করলেন, ‘সৌমিত্রবাবুর মরদেহ নিয়ে বাংলায় ‘নাটক’ হলো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সৌমিত্রবাবুকে বিভিন্ন পদ থেকে অপসারণ করেছিল। ’ 

মঙ্গলবার প্রয়াত বাবার শ্রাদ্ধ-শান্তির অনুষ্ঠান করেন পৌলমী। দক্ষিণ কলকাতার এক মঠে হয়েছে ওইদিনের ধর্মীয় অনুষ্ঠান। এই সম্পর্কে পৌলমী বসু জানিয়েছেন, ‘এই জায়াগাটা বেশ সবুজে পরিপূর্ণ। বাবার যদিও ধর্মীয় ক্রিয়াকলাপে খুব একটা বিশ্বাস ছিল না। পরলৌকিক আচারের আনুষ্ঠানিকতাতে কোনও ভক্তি ছিল না, তবুও যেহেতু মা মানেন- তাই ধর্মীয় অনুষ্ঠানটি করতে হলো। একটা লম্বা টানাপড়েনের পর আমিও একটু শান্তি অনুভব করছি। ’

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।