ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফের বড় পর্দায় আসছে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ফের বড় পর্দায় আসছে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’র একটি দৃশ্য

গত শতকের পঞ্চাশের দশকে পরিচালক তপন সিনহা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’কে তুলে ধরেছিলেন বড় পর্দায়। এতে কাবুলিওয়ার চরিত্রে ছবি বিশ্বাস ও ছোট্ট মিনির চরিত্রে শিশুশিল্পী টিঙ্কুর অভিনয় আজও দর্শকের মনে জায়গা করে আছে।

 

সুজয় ঘোষের পরিচালনায় ‘কাবুলিওয়ালা’ নিয়ে আরও একবার টলিউডে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এর চিত্রনাট্য লিখবেন নির্মাতা নিজেই।  

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, এবারের চিত্রনাট্য সাজানো হবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে। ‘উমা’ নামের আরেকটি সিনেমা তৈরি করা হবে। যার পরিচালনার দায়িত্বে থাকবেন নবাগত তথাগত সিংহ। সেই সিনেমার ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে থাকছেন সুজয়। নতুন বছরই দু’টি সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

সুজয় ঘোষ জানান, ‘কাবুলিওয়ালা’ একটু নয় অনেকটাই বেশি কাছের পরিচালক-প্রযোজকের। এটি তার ড্রিম প্রজেক্ট। এই স্বপ্ন সফল হওয়ায় সহযোগী প্রযোজনা সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুজয়।  

তবে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় কারা অভিনয় করবেন সেটা এখনো জানাননি তিনি।

২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ নিয়ে বাংলাদেশে সিনেমা নির্মাণ করছিলেন কাজী হায়াৎ। এতে নাম ভূমিকায় অভিনয় করেন মান্না। এছাড়া মিনি চরিত্রে প্রার্থনা ফারদিন দিঘী, তার পিতা লেখক চরিত্রে অভিনয় সুব্রত ও তার মায়ের ভূমিকায় অভিনয় করেন দোয়েল। বাস্তব জীবনেও তারা দিঘীর বাবা-মা।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।