ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরিফিন শুভও করোনা পজিটিভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
আরিফিন শুভও করোনা পজিটিভ আরিফিন শুভ

নুসরাত ফারিয়ার খবর আসতে না আসতে আরিফিন শুভ জানিয়েছেন তিনি নিজেও করোনা আক্রান্ত। ফেসবুকে ভিডিওবার্তা দিয়ে নিজে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন শুভ।

ভিডিওবার্তা আরিফিন শুভ বলেন, নয় মাস যুদ্ধ করার পর, ফাইনালি হয়েই গেল। গতকাল (শুক্রবার, ১১ ডিসেম্বর) রাতে আমার করোনা রিপোর্ট এসেছে, সেটা পজিটিভ। আমি একদমই ঠিক আছি, শুধুমাত্র স্বাদ-ঘ্রাণ পাচ্ছি না। বাকি সব কিছুই ঠিক আছে। এখন পুরোপুরি বাসায় আছি। আশা করছি, সপ্তাহ দুই একের মধ্যেই শুটিংয়ে ফিরবো। চিকিৎসকও বলেছেন সুস্থ হয়ে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যাই।

আরও পড়ুন> করোনা আক্রান্ত নুসরাত ফারিয়া

আরিফিন শুভ একটি ওটিটি প্লাটফর্মের সিনেমা ‘কন্ট্রাক্ট’-এ অভিনয় করছিলেন শুভ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।