ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

মুসলিম হিসেবে আমি গর্বিত: বর্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
মুসলিম হিসেবে আমি গর্বিত: বর্ষা চিত্রনায়িকা বর্ষা

হিজাব পরা ছবি প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। বিষয়টি তার ভক্তরাও বেশ ভালোভাবে নিয়েছেন।

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে হিজাব পরা ছবিটি পোস্ট করেন এই তারকা। এর ক্যাপশনে লেখেন, একজন মুসলিম হিসেবে আমি গর্বিত। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ।

ছবিটি পোস্ট করার পর এর কমেন্টের বক্সে অনেকে সুন্দর সুন্দর বাক্যে বর্ষার প্রশংসা করেন।

আবু মুসা নামের একজন লেখেন, বর্ষা আপু তুমি অনেক ভালো মানুষ। নামটাও অনেক সুন্দর। কাজও খুব ভালো। হিজাব পরলে সবচেয়ে ভালো লাগে।  

নাসির মাহমুদ নামের এক ভক্ত লেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।

আফরোজা সিদ্দিকি লেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে।  

প্রায় সবাইকে বর্ষার ছবিটির নিচে এই ধরনের কমেন্ট করতে দেখা যাচ্ছে। হিজাব নিয়মিত পরতেও তাকে অনেকে অনুরোধ জানান।

২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে বর্ষার। এতে অনন্ত জলিলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে হাজির হন তিনি।  

বর্ষা নামে সবাই এই অভিনেত্রীকে চিনলেও তার পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা। তার প্রকৃত নাম খাদিজা বলেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন এই তারকা।

বর্ষার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘দিন: দ্য ডে’। এছাড়া  ‘নেত্রী: দ্য লিডার’ নামে আরেকটি নতুন সিনেমার অভিনয় করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।